অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি দেখছে এইচআরডব্লিউ
Published :
Updated :
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে যে, অন্তর্বর্তী সরকার সম্প্রতি কিছু আইন এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে, যা জনগণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করার ঝুঁকিতে ফেলতে পারে।
সংস্থাটি বলছে, সরকারের এই পদক্ষেপগুলো আওয়ামী লীগ সমর্থকদের দমন করার লক্ষ্যে নেওয়া হয়েছে। এতে জনগণের মৌলিক স্বাধীনতা লঙ্ঘন হবে বলে আশঙ্কা করছেন তারা।
প্রতিবেদন অনুযায়ী, ১২ মে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগ সভা, সমাবেশ এবং অনলাইন প্রচারণায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি পূর্বের সরকারের মতোই ক্ষমতার অপব্যবহার বলে মনে করছে এইচআরডব্লিউ।
গুমের বিষয়েও প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, আগের সরকারের আমলে গুম ঘটানোর ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি এবং গুম ঠেকাতে নতুন আইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে না।
আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের পক্ষে মত দিলেও দলের কার্যক্রম নিষিদ্ধে সমর্থন দেয় না এইচআরডব্লিউ। তারা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করাকে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখছে।