Bangla
2 days ago
অন্তর্বর্তী সরকারকে দেখতে চাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের ভূমিকায়: সারজিস আলম
Published :
Updated :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সুশীল সরকারের ভূমিকায় নয়, বরং অভ্যুত্থান-পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে সারজিস আলম বলেন, "গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা আস্তানা গেড়ে রয়েছে। শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবিলা করা যাবে না। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে।"
সারজিস দাবি করেন, হাজারো ছাত্রজনতা জীবন দিলেও তাদের স্বপ্ন এখনো পূরণ হয়নি।
তিনি বলেন, "খুনি হাসিনার বিচার হতেই হবে। বিচার বিভাগ কোনো দলের হয়ে চলবে না, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে তোষামোদ করবে না।"