Published :
Updated :
কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুরে’ ভারতের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ৭ মে শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলা এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারত। এতে পাকিস্তানের ৩৫-৪০ সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
ভারতের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল সন্ত্রাসীদের ঘাঁটি ও সংশ্লিষ্ট অবকাঠামো। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের সামরিক স্থাপনায় হামলা চালায়।
হামলা-পাল্টা হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই উভয় পক্ষ এই চুক্তি লঙ্ঘন করে আবারও সংঘাতে জড়ায়।
ভারতের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, পাকিস্তান যদি ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তাহলে জবাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হন। ভারত এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছেডিটিন।
সূত্র: এনডিটিভি।