Bangla
2 days ago

অপসৃত মেয়র খালেকের দুর্নীতির তদন্ত শুরু করলো দুদক

ফাইল ছবি।
ফাইল ছবি।

Published :

Updated :

খুলনা সিটি কর্পোরেশনের অপসৃত মেয়র তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খালেক, তার স্ত্রী হাবিবুন নাহার এবং অন্যান্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য খুলনা সিটি কর্পোরেশন, আয়কর অফিস এবং অন্যান্য সংশ্লিষ্ট অফিসগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে। 

দুদকের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ জানান, ঢাকা প্রধান কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। 

তিনি বলেন, "তালুকদার খালেকের দুর্নীতি তদন্তের জন্য আমাদের তার সহযোগীদের সম্পর্কে তথ্য সংগ্রহের প্রয়োজন।" 

তিনি আরও যোগ করেন, এজন্য খুলনা সিটি কর্পোরেশনকে চিঠি পাঠিয়ে খালেকের ব্যবসায়িক পার্টনার হিসেবে পরিচিত ঠিকাদারদের তথ্য চাওয়া হয়েছে।

Share this news