Bangla
3 days ago

অর্ধেক খরচে ঘর নির্মাণ, সেনাবাহিনীর প্রশংসায় ড. ইউনূস

Published :

Updated :

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঘর নির্মাণে বরাদ্দকৃত অর্থের অর্ধেক খরচ করে কাজ সম্পন্ন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে তেজগাঁওয়ে তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি অনুষ্ঠানে তিনি এই প্রশংসা করেন। ওই অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যাকবলিত পরিবারগুলোকে পুনর্বাসনের আওতায় নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বন্যার সময় পুরো দেশ একযোগে সাহায্যে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু বন্যার প্রকৃত ক্ষয়ক্ষতির গভীরতা বোঝা যায় অনেক পরে। যাদের ঘরবাড়ি বিলীন হয়েছিল, তাদের আর আশ্রয়ের জায়গা ছিল না।’

তিনি আরও বলেন, ‘অনেকে বলছিল টাকা দিয়ে সহায়তা করতে হবে। কিন্তু আমি বরাবরই মনে করতাম, শুধু টাকা দিলেই সেটা সঠিকভাবে ব্যবহৃত হবে না। নানা জায়গায় ভাগাভাগি হয়ে যাবে। তখন আশ্রয়ণ প্রকল্পের কথা আসে, যেটা সেনাবাহিনী বাস্তবায়ন করে। তখন আমি নিশ্চিত হই, অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।’

ড. ইউনূস বলেন, ‘শুধু ঘর তৈরি হয়নি, বরং সঠিকভাবে ও গুণগতমান বজায় রেখেই হয়েছে। বরাদ্দের পুরো টাকা না খরচ করে অর্ধেকেই কাজটি সম্পন্ন হয়েছে, এটা সত্যিই ইতিবাচক। সাধারণত যেখানে দ্বিগুণ টাকা দাবি করা হয়, সেখানে এখানে বরাদ্দের অর্ধেকেই ঘর নির্মাণ করা হয়েছে—এটা আনন্দের খবর।’

Share this news