Bangla
2 days ago

অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা না হওয়া পর্যন্ত ‘মার্চ টু এনবিআর’ স্থগিত ঘোষণা

Published :

Updated :

অর্থ উপদেষ্টার সাথে আলোচনা শেষ হওয়ার আগ পর্যন্ত 'মার্চ টু এনবিআর' বন্ধ থাকবে বলে জানিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

আজ রোববার দুপুরে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। 

এনবিআরের উদ্দেশ্যে কেউ নতুন করে আপাতত আর রওনা দিবে না বলে জানিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, "যারা এনবিআরে আছে তারা প্রতিনিধিদল না ফেরা পর্যন্ত এনবিআরে অবস্থান করবে। 'কমপ্লিট শাটডাউন' পূর্বের ন্যায় চলমান থাকবে।"

Share this news