Published :
Updated :
দেশের অর্থনীতি এখন আর সংকটে নেই, বরং স্বস্তিকর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এক সময় অর্থনীতি খাদের কিনারায় পৌঁছেছিল, কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন অনেকটাই স্থিতিশীল পর্যায়ে এসেছে। এবার দেশের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে।
মূল্যস্ফীতি বিষয়ে ড. সালেহউদ্দিন জানান, গত বছরের জুলাইয়ে দেশের মূল্যস্ফীতির হার ছিল ১৪ শতাংশ, যা চলতি বছরের জুলাইয়ে কমে ৮ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে।