Bangla
7 months ago

অরুণাচল ইস্যুতে চীনকে কড়া বার্তা ভারতের

Published :

Updated :

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলা এবং তার পর ভারতের-পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে, অরুণাচল প্রদেশ ইস্যুতে চীনকে কড়া বার্তা দিয়েছে ভারত। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার (১৩ মে) নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, “আমরা লক্ষ্য করছি, চীন অরুণাচল প্রদেশের নতুন নামকরণে তাদের অর্থহীন ও ভিত্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বেইজিংকে এই ধরনের তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, “ভারতের নীতিগত অবস্থানের ভিত্তিতে আমরা চীনের এই প্রচেষ্টা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। শুধুমাত্র কৃত্রিম নাম দিয়ে অরুণাচল প্রদেশের অবস্থান পরিবর্তন করা যাবে না। এটি ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

উল্লেখ্য, ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অরুণাচলকে নিজেদের এলাকা বলে দাবি করে আসছে চীন। অরুণাচলের ঠিক উল্টো দিকেই তিব্বতের অবস্থান। চীনের মতে, অরুণাচল আসলে তিব্বতের দক্ষিণাঞ্চল।

সম্প্রতি চীন অরুণাচল প্রদেশকে ‘জাংনান’ নামে অভিহিত করে এবং তাদের নতুন মানচিত্রে অরুণাচলকে অন্তর্ভুক্ত করে। সেইসঙ্গে রাজ্যের ৩০টি এলাকার জন্য চীনা নামও নির্ধারণ করে তারা। ভারত এই মানচিত্র ও দাবি দুটোই প্রত্যাখ্যান করেছে।

Share this news