Published :
Updated :
পাকিস্তানি ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (৬ মে) হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এর খবর পেয়েছি।” তিনি আরও বলেন, “মানুষ আগে থেকেই ধারণা করছিল কিছু একটা ঘটতে যাচ্ছে, কারণ উভয় দেশ বহু দশক ধরে দ্বন্দ্বে জড়িয়ে আছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে।”