Bangla
3 days ago

পাকিস্তানে ভারতীয় হামলা নিয়ে যা বললেন মমতা ব্যানার্জী

Published :

Updated :

পাকিস্তানে ভারতের সাম্প্রতিক হামলার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় লিখেছেন, "জয় হিন্দ, জয় ইন্ডিয়া"।

মমতা ব্যানার্জী আরও জানান, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের রাজনীতি করা হবে না এবং এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে।

হামলার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে উল্লাস লক্ষ্য করা গেছে। তবে ৬ মে ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, রাজ্যের বিভিন্ন জেলায় মগ ড্রিল অনুষ্ঠিত হবে। কিন্তু ৭ মে সকাল থেকে কোথাও সেই অনুশীলন দেখা যায়নি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে জানানো হয়েছে ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছে। 

Share this news