পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পেলেন আইএসআই প্রধান আসিম মালিক
Published :
Updated :
পাকিস্তান সরকার দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই-এর বর্তমান প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ দিয়েছে।
জনপ্রিয় গণমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে আইএসআই প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া মালিক এবার দেশের ১০ম এনএসএ হলেন। এবারই প্রথম কোনো আইএসআই প্রধানকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
সরকারি এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মালিক এনএসএ হওয়ার পাশাপাশি আইএসআই প্রধানের দায়িত্বও পালন করবেন।
কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তাকে এই পদে আনা হলো।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মালিক এখন প্রধানমন্ত্রীকে নিরাপত্তা নীতি ও কৌশল নিয়ে পরামর্শ দেবেন এবং ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সচিবালয়ে অবস্থিত জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন।
২০২২ সালে ইমরান খানকে সরানোর পর থেকে পদটি খালি ছিল।