Published :
Updated :
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর (২৭-২৮ এপ্রিল) স্থগিত করা হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তিনি নির্ধারিত সময়ে বাংলাদেশ সফর করতে পারছেন না।
বৃহস্পতিবার পাকিস্তান হাই কমিশন গণমাধ্যমে পাঠানো বার্তায় বলা হয়, উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সফরের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হবে।