Published :
Updated :
পাঁচ মামলায় বৃহস্পতিবার চট্টগ্রামের একটি আদালত সানাতানি জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছে। বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন। মামলাগুলোর মধ্যে অন্যতম সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মামলা।
চট্টগ্রাম মহানগর সেশন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছে। চিন্ময়ের আইনজীবী দল অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে আদালতে ছিলেন।
এই পাঁচটি মামলার মধ্যে একটি সাইফুল ইসলাম আলিফ হত্যা, তিনটি বিস্ফোরক আইন সংক্রান্ত এবং আরেকটি মামলা আলিফের ভাই খান আলমের পক্ষ থেকে দায়ের করা হয়েছে।
২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। পরে আদালত চত্বরে বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং এই বিশৃঙ্খলায় আইনজীবী আলিফ নিহত হন।