Bangla
2 days ago

পারভেজ হত্যা মামলায় ফারিয়া হক টিনা গ্রেফতার

Published :

Updated :

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় অভিযুক্ত ফারিয়া হক টিনাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে রাজধানীর জগন্নাথপুর এলাকায় নিজ বাসা থেকে বনানী থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (৯ মে) দুপুরে টিনাকে আদালতে তোলা হবে এবং তার ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এখন পর্যন্ত মামলার প্রধান আসামি মেহেরাজসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ এপ্রিল বনানীর একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

Share this news