Bangla
2 days ago

পদত্যাগ করেছেন কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্য

Published :

Updated :

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদ ও উপউপাচার্য শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজ বৃহস্পতিবার বলেন, ‘কুয়েটের উপাচার্য ও সহ–উপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়া চলছে।’

এর আগে বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয় সরকার। সরকার এ সিদ্ধান্ত নিয়েছে এবং সার্চ কমিটির মাধ্যমে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কুয়েটে সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকট সমাধান এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মো. মামুন অর রশিদ বলেন, "অন্তর্বর্তীকালীন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে।" 

Share this news