Published :
Updated :
পাল্টাপাল্টি হামলার কারণে গত বৃহস্পতিবার আইপিএল ও পিএসএলের একটি করে ম্যাচ স্থগিত করা হয়। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নেয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে পিএসএলের বাকি অংশ মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে স্থানান্তর করা হবে।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ শুক্রবার (৯ মে) জানায়, আইপিএলের চলমান আসর এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে।
এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠেছে — পাকিস্তান যখন দ্রুত পিএসএল নিরাপদ ভেন্যুতে সরিয়ে নিচ্ছে, ভারত কেন আইপিএল অন্য কোনো দেশে স্থানান্তর করতে পারছে না?
আসলে ভারতও আইপিএল অন্যত্র সরিয়ে নিতে চেয়েছিল। তারা আরব আমিরাতকেই উপযুক্ত ভেন্যু হিসেবে ভাবছিল। এমনকি আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ আয়োজনের অনুরোধও জানায় বিসিসিআই। তবে ইসিবি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। পাকিস্তানের ‘জিও সুপার’ জানিয়েছে, পিএসএলের বাকি ৮ ম্যাচ আয়োজনের জন্য ইসিবি আগেই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বুক করে রেখেছে। সে কারণে একই সময়ে আইপিএলের ম্যাচ আয়োজন সম্ভব নয়।
জিও সুপারের সূত্র অনুযায়ী, বিসিসিআইয়ের অনুরোধের জবাবে ইসিবি জানায়, তারা পিএসএলের সঙ্গে করা চুক্তি অনুযায়ী দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ এবং এই প্রতিশ্রুতি থেকে সরে আসার সুযোগ নেই। ফলে একই সময়ে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের বিষয়টি বাদ পড়েছে।
অন্যদিকে, বিসিসিআই এখন আইপিএলের স্থগিত হওয়া ম্যাচগুলো সেপ্টেম্বরে আয়োজনের সম্ভাব্য সময় খুঁজছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই এসময় আইপিএল আয়োজন করলে সময়সূচি এবং ব্যবস্থাপনায় বড় ধরনের জটিলতা তৈরি হবে।
ফলে শেষ পর্যন্ত বিসিসিআই হয়তো দেশের মধ্যেই কোনো নিরাপদ অঙ্গরাজ্যে আইপিএলের ১৮তম আসরের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।