Bangla
3 days ago

পল্টনে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

Published :

Updated :

রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সাব্বির টাওয়ার নামের একটি বাণিজ্যিক ভবনের টপ ফ্লোরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে আগুন লাগার এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লাগে এবং রাত ৮টা ২৫ মিনিটে তারা খবর পান। এরপর মাত্র ৭ মিনিটের মধ্যে, অর্থাৎ ৮টা ৩২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এ সময় ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

Share this news