
Published :
Updated :

রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে জানিয়েছে ভ্যাটিকান।
সোমবার এক ভিডিও বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ৮৮ বছর বয়সী পোপ সম্প্রতি ডাবল নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হলেও তা থেকে বেঁচে গিয়েছিলেন।
ভ্যাটিকানের টিভি চ্যানেলে কার্ডিনাল কেভিন ফারেল বলেন, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস মারা গেছেন।”
তিনি আরও জানান, “আজ সকালে ৭টা ৩৫ মিনিটে রোমের বিশপ ফ্রান্সিস ‘পিতার ঘরে’ ফিরে গেছেন।”
উল্লেখ্য, জর্জ মারিও বেরগোলিও ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন। অনেক পর্যবেক্ষকের কাছে এই আর্জেন্টাইন ধর্মযাজক, যিনি গরিবদের প্রতি সহানুভূতির জন্য পরিচিত ছিলেন, একজন বাইরের ব্যক্তি হিসেবে বিবেচিত ছিলেন। তিনি পোপ হওয়ার পর আনুষ্ঠানিক চাকচিক্যের পরিবর্তে সরলতা ও নম্রতা প্রদর্শন করতে চেয়েছিলেন এবং তার পূর্বসূরিদের ব্যবহৃত বিশাল, জাঁকজমকপূর্ণ অ্যাপার্টমেন্টে না উঠে একটি সাধারণ সম্প্রদায়ভিত্তিক বাসস্থানে থাকতেন, যা তিনি “মানসিক স্বাস্থ্যের” জন্য উপযুক্ত বলে মনে করতেন।

For all latest news, follow The Financial Express Google News channel.