Bangla
14 days ago

পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

Published :

Updated :

পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায় তিনি সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে একই দিন বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে কাতার থেকে ইতালির উদ্দেশে রওনা হন তিনি। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের প্রটোকল বিভাগের প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু তাকে বিদায় জানান।

রোমে পৌঁছালে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।  

পরে ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল, মাননীয় কার্ডিনাল মাউরো গাম্বেত্তি সেন্ট পিটার্স স্কয়ারে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানান।

শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে তিনি আবার সেন্ট পিটার্স স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেবেন।

Share this news