Published :
Updated :
পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ইতালির রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিসিনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ও তার সফরসঙ্গীরা রওনা হন।
আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) ভোরে তার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে ২১ এপ্রিল সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেদিন রাত ৯টা ৪০ মিনিটে তিনি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পরে ২৫ এপ্রিল তিনি কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশে যাত্রা করেন এবং সেখানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেন। একইসঙ্গে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও করেন।