Bangla
4 days ago

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা: দুই তরুণী গ্রেপ্তার

Published :

Updated :

বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই তরুণীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জানা গেছে, তারা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পরে আত্মগোপনে চলে যান।  

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ফাতেমা তাহসিন ঐশী ও ফারিহা হক টিনা নামে ওই দুই তরুণীকে আটক করা হয়। ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।  

এর আগে, বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত হত্যার সময় উপস্থিত থাকা ওই দুই নারীর অবস্থান জানতে চাইলে পুলিশ জানায়, তাদের খোঁজা হচ্ছে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম দফায় সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে মহাখালী ও তার আশপাশ থেকে ৩ জনকে, এরপর কুমিল্লা, চট্টগ্রাম ও অন্যান্য এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।  

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পারভেজ ১৯ এপ্রিল পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে সিঙাড়ার দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই শিক্ষার্থী পাশে দাঁড়ানো থাকলে, তাদের নিয়ে হাসাহাসি হয়েছে কি না এই বিষয়টি জানতে আসে মেহেরাজ, পিয়াস ও মাহাথির নামে তিনজন।  

তর্ক-বিতর্কের একপর্যায়ে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস পর্যন্ত গড়াল এবং শিক্ষকদের হস্তক্ষেপে মীমাংসা হলেও বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর গেটের সামনে পারভেজের ওপর অতর্কিত ছুরি হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

Share this news