প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী সাময়িক বহিষ্কার
Published :
Updated :
শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইউনিভার্সিটি অব স্কলার্স দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রী ফাতেমা তাহসিন ঐশী এবং ইংরেজি বিভাগের ছাত্রী ফারিয়া হক টিনা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার। তবে বহিষ্কারের সিদ্ধান্তটি সোমবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চিঠি ইস্যুর মাধ্যমে কার্যকর করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরপরই একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরাও যুক্ত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে প্রাথমিকভাবে দেখা গেছে, এই দুই শিক্ষার্থীর ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত রয়েছে। সেই কারণেই তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রেজিস্ট্রার মোবাশ্বের আলী খন্দকার বলেন, “প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ওই দুই শিক্ষার্থীর বিষয়ে জানতে চেয়েছিল। প্রাথমিক তদন্ত শেষে আমরা বহিষ্কারের সিদ্ধান্ত নিই।”
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, তদন্ত চলাকালে প্রক্টোরিয়াল কমিটির পক্ষ থেকে ঐশী ও টিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই তাদের সরাসরি বক্তব্য জানা সম্ভব হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত প্রতিবেদন পাওয়া না যাওয়া পর্যন্ত তাদের ছাত্রত্ব স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তে যদি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তদন্ত কাজে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব তথ্য ও সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স।