Bangla
10 months ago

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩: তৃতীয় ধাপের ফল প্রকাশ হতে পারে আজ

Published :

Updated :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফল আজ প্রকাশিত হতে পারে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর প্রার্থীরা ফলটি জানতে পারবেন।

এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তিনটি ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত ও মৌখিক পরীক্ষার ফল ইতিমধ্যে প্রকাশ হয়েছে, কিন্তু তৃতীয় ধাপের চূড়ান্ত ফল দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও প্রকাশিত হয়নি। এই ফলের জন্য চার মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন প্রার্থীরা।  

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় ধাপের মতো দ্রুত তৃতীয় ধাপের ফল প্রকাশের জন্য প্রার্থীরা তিনটি মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় ধাপের ফল শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসারে প্রকাশিত হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছিল। মতামত পাওয়ার জন্য কিছু দেরি হওয়ায় চূড়ান্ত ফল প্রকাশেও বিলম্ব ঘটে। অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদফতর এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা পেয়ে গেছে। 

Share this news