Bangla
11 days ago

প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন আর নেই

Published :

Updated :

প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে ছেলের বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া।

জয়নাল আবেদীনের জন্ম ১৯৩৭ সালের ১৫ অক্টোবর; নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপার্বতীপুর গ্রামে।

লেখাপড়া শেষে ১৯৬৭ সালে তিনি ঢাকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি বার্তা সংস্থা ‘এনা’র বার্তা সম্পাদক ছিলেন।

মর্নিং নিউজ, ফাইনান্সিয়াল এক্সপ্রেস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কাজ করেছেন জয়নাল আবেদীন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসে ঢাকার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন।

Share this news