প্রধান উপদেষ্টার কাছে কাল জমা পড়বে চার সংস্কার কমিশনের প্রতিবেদন

Published :
Updated :

আগামীকাল বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে সংস্কারের জন্য গঠিত চারটি কমিশন।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, বুধবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন কমিশনের সদস্যরা। এরপর বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
তবে কোন চারটি কমিশন প্রতিবেদন জমা দেবে তা জানানো হয়নি। এদিকে জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন আগামীকাল প্রতিবেদন জমা দেবে না বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে সরকার।
এদিকে, সংস্কার কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে প্রথম ধাপের ৫টি সংস্কার কমিশনের মেয়াদ বুধবার (১৫ জানুয়ারি) পর্যন্ত বাড়ায় সরকার। এছাড়া, বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়।

For all latest news, follow The Financial Express Google News channel.