Bangla
2 days ago

প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

ফাইল ছবি
ফাইল ছবি

Published :

Updated :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। 

এ সময় সেক বাংলাদেশের বিভিন্ন খাতে সরকারের সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক বাংলাদেশকে জলবায়ু সহনশীলতা এবং পরিবেশগত টেকসইতা অর্জনের জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলার সমমূল্যের তিনটি প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে চট্টগ্রাম শহরে স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও স্যানিটেশন সেবার উন্নয়ন অন্তর্ভুক্ত। 

প্রধান উপদেষ্টা ইউনূস সেককে তার অবসর জীবনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন খাতে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পগুলো বিশেষত অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, শিক্ষা, স্বাস্থ্য, সেবা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 

বিশ্বব্যাংকের চলমান প্রকল্পগুলির মধ্যে একটি দক্ষিণ কক্সবাজার থেকে উত্তর পঞ্চগড় পর্যন্ত জলবায়ু সহনশীল এবং লিঙ্গ-সংবেদনশীল অবকাঠামো তৈরি করবে। অন্য একটি প্রকল্প, ৫০০ মিলিয়ন ডলারের উন্নয়ন নীতি ঋণ, এই মাসেই জাতীয় কোষাগারে জমা পড়বে। 

বিশ্বব্যাংকের উন্নয়ন পোর্টফোলিও ১৯৭২ সাল থেকে প্রায় ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশের দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বড় অবদান রেখেছে। 

এ সময় প্রধান উপদেষ্টা সেককে তার অবসরের জন্য সুস্বাস্থ্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী উপস্থিত ছিলেন। 

Share this news