Bangla
a day ago

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় এনসিপি নেতারা

Published :

Updated :

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা।

শনিবার (২৪ মে) রাত ৮টার পর এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। এর আগে একই দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন।

এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

প্রতিনিধি দলের সঙ্গে রাত সাড়ে ৮টার দিকে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হওয়ার কথা ছিল। 

Share this news