Published :
Updated :
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসা চীনের চিকিৎসক দল সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
রবিবার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
চীনা দূতাবাস জানায়, সাক্ষাতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনা চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষভাবে তিনি তাদের দ্রুত সাড়া দেওয়া এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত থাকবে।
চীনা রাষ্ট্রদূত দুর্ঘটনায় প্রাণ হারানোদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “চীন ও বাংলাদেশ প্রকৃত বন্ধু, যারা সবসময় সুখ-দুঃখে একসঙ্গে থাকে।”
রাষ্ট্রদূত আরও জানান, আহতদের চিকিৎসায় সহায়তা দেওয়ার পাশাপাশি চীন বাংলাদেশে স্বাস্থ্যখাতের উন্নয়নে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়নে কাজ করতে আগ্রহী।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দুর্ঘটনার পর পাঁচ সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের একটি মেডিকেল টিম ঢাকায় এসে দগ্ধদের চিকিৎসায় অংশ নেয়।