Bangla
4 days ago

পরীক্ষা পিছিয়ে নির্বাচনী প্রচারণার সুযোগ চাইলেন ডাকসু ভিপি প্রার্থী সাদিক কায়েম

Published :

Updated :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের আগে সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সমর্থিত প্রার্থী সাদিক কায়েম।

আজ রোববার (২৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাদিক কায়েম বলেন, "বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেই এখন পরীক্ষার সময়সূচি রয়েছে, যার ফলে আমাদের নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে। এজন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছি যেন পরীক্ষা নির্বাচনের পর নেওয়া হয়।"

এ সময় তিনি  ভিপি হিসেবে নির্বাচিত হলে হল ও ক্যাফেটেরিয়ায় খাবারের দাম ও মানের উন্নয়নে কাজ করবেন বলেও আশ্বাস দেন।

তিনি অভিযোগ করেন, নারী প্রার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং ও হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, "যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।"

এ সময় একই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, "অনেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, কিন্তু নির্বাচন কমিশন তা প্রতিহত করতে কোনো উদ্যোগ নিচ্ছে না। বরং কমিশন একটি নির্দিষ্ট দলের পক্ষ নিচ্ছে, আগেও এমন করেছে।"

ছাত্রদলের ‘বট আইডি’ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, "আমাদের কেউ এমন কাজে জড়িত নয়। যদি নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।"

তিনি আরও বলেন, "আমাদের নারী প্রার্থীদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, ভিডিও এডিট করে কটাক্ষ করা, মানহানিকর পোস্ট ছড়ানো হচ্ছে। এসব একটি দলের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।"

Share this news