Bangla
6 days ago

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

Published :

Updated :

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সব ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সারাদেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে একাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে, রাজশাহী, খুলনা এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালযয়ের  ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে থাকতে দেখা যায়।
 
শিক্ষার্থীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারসহ তাদের সব দাবি মেনে না পর্যন্ত কর্মসূচি অব্যহত থাকবে।

গত বুধবার রাত সাড়ে ১০টায় কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। কর্মসূচি ঘোষণার পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়। জনগণের দুর্ভোগ কমাতে এ কর্মসূচির ঘোষণার কথা উল্লেখ করেন তারা।
 
শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হবে না।
 
এদিকে, রাতে শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে এসে দুপুরে তাদের ওপর লাঠিচার্জের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেইসঙ্গে ঘটনা তদন্তে কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।

Share this news