Bangla
3 days ago

পরমাণু আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে প্রমাণ করতে হবে আন্তরিকতা: ইরানের হুঁশিয়ারি

Published :

Updated :

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসার আগে তাদের প্রকৃত কূটনৈতিক সদিচ্ছা দেখাতে হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাজ্যের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এ কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই আলোচনায় আগ্রহী হয়, তাহলে তাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে, তারা কূটনীতিকে প্রতারণা বা মানসিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না।

বাঘায়ি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী ওমান, কাতারসহ বিভিন্ন দেশের মাধ্যমে পরোক্ষ যোগাযোগ বজায় রাখছেন এবং আলোচনা কখনোই পুরোপুরি বন্ধ থাকে না। চলতি বছরের এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় রোম ও মাসকাটে পাঁচ দফা পরোক্ষ আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নীতির অস্থিরতায় ইরান হতাশ।

১৩ জুন ইসরায়েলের সামরিক আগ্রাসনের জেরে এ আলোচনা বন্ধ হয়ে যায়। ১২ দিনব্যাপী সংঘর্ষে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের তেলআবিব ও হাইফাসহ বিভিন্ন এলাকায় পাল্টা হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করেন বাঘায়ি।

তিনি আরও বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন ইরানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এতে প্রায় এক হাজার ইরানি প্রাণ হারান।

বাঘায়ি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ইরান ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে, দেশ ও জাতির মর্যাদা রক্ষায় কোনো আপস করা হবে না।

Share this news