Bangla
5 days ago

প্রতিপক্ষ ইয়ং বয়েজের জালে পাঁচ গোল বার্সার

Published :

Updated :

মঙ্গলবার রাতে একতরফা ম্যাচে ইয়ং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এসময় রবার্ট লেওয়ানডস্কি ২ টি গোল করেন। ক্যাম্প ন্যুতে বার্সা শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে।

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হারের গ্লানি যেন ইয়ং বয়েজের বিরুদ্ধে ঝেড়ে ফেলল বার্সেলোনা। সুইস ক্লাবটিকে সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দিয়ে ৫-০ গোলে জয়লাভ করল তারা।

ম্যাচের ৮ মিনিটের মাথায় লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ছোট ছোট পাসে দারুণভাবে আক্রমণ গড়ে তোলার পর লেওয়ানডস্কির কাছে বল বাড়ান রাফিনহা। এরপর বল ঢোকান পোলিশ ফরোয়ার্ড।

এদিকে ৩৪ মিনিটে রাফিনহা নিজেই পান গোল। বক্সের ভেতর পেদ্রির শট প্রতিহত হলেও ফিরতি শট জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা।

অন্যদিকে ৩ মিনিটের ব্যবধানে লিড ৩-০ করে কাতালান ক্লাবটি। এবার ফ্রি–কিক থেকে হেডে গোল করেন ইনিগো মার্তিনেজ।

বিরতির পরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন লেওয়ানডস্কি। অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পোলিশ স্ট্রাইকার।

এরপর ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ায় বয়েজ। শেষ দিকে একটি গোল শোধের সুযোগ এসেছিল ইয়াং বয়েজের।

তবে জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। অবশেষে ৫-০ ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

Share this news