Bangla
2 days ago

পুলিৎজার পুরস্কারে সম্মানিত হলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা

Published :

Updated :

পুলিৎজার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি কবি ও লেখক মোসাব আবু তোহা। মন্তব্য প্রতিবেদন বিভাগে সম্মানজনক এই পুরস্কার দেয়া হয় তাকে। 

গত সোমবার (৫ মে) মার্কিন সাংবাদিকতার সর্বোচ্চ সম্মানজনক পুলিৎজার পুরস্কার ঘোষণা করা হলে আবু তোহা এই পুরস্কারের জন্য নির্বাচিত হন। 

পুরস্কার পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, "নিবন্ধের জন্য পুলিৎজার পুরস্কার জিতেছি। এটি যেন আশার আলো হয়ে ওঠে, একটি উপাখ্যান হয়ে উঠুক।"

তার এই বক্তব্যটি ফিলিস্তিনের আরেক কবি রিফাত আল আরিরের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। রিফাত আল আরি ২০২৩ সালের ডিসেম্বরে গাজায় ইসরাইলি হামলায় নিহত হন। তার শেষ কবিতার শিরোনাম ছিল "ইফ আই মাস্ট ডাই, লেট ইট বি আ টেল" (যদি আমাকে মরতেই হয়, তবে তা যেন এক উপাখ্যান হয়)।

ফিলিস্তিনের অধিকাংশ কবির মতো, মোসাব আবু তোহাও ইসরাইলি দখলদারি ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৩ সালে তাকে ইসরাইলি বাহিনী আটক করে এবং কিছুদিন পর মুক্তি দিয়ে মিশরে নির্বাসিত করা হয়। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সেখানে গিয়ে ইসরাইলি নির্যাতন ও ভয়াবহ অভিজ্ঞতার বিষয়ে দ্য নিউ ইয়র্কারে লিখতে শুরু করেন।

এক নিবন্ধে তিনি লিখেন, "গাজায় প্রতিটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি এক ধরনের অ্যালবামে পরিণত হয়, যেখানে ছবির পরিবর্তে প্রকৃত মানুষরা ভরা থাকে, মৃতরা তার পৃষ্ঠায় চাপা পড়ে থাকে।"

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, যুক্তরাষ্ট্রে আবু তোহার অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ট্রাম্প প্রশাসন ইসরাইলের সমালোচনা করা অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে, উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলো আবু তোহাকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানায়। এই পরিস্থিতিতে, কবি তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সেমিনার বাতিল করতে বাধ্য হন।

Share this news