Bangla
5 days ago

পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৫

Published :

Updated :

পুরান ঢাকার সূত্রাপুরের কাগজিটোলায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—রোকন (১৪), তামিম (১২), রিপন (৩৫), চাঁদনী আক্তার (২৮) ও এক বছরের শিশু আয়েশা।

রাত সাড়ে ৩টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

প্রতিবেশী জাকির হোসেন জানান, বাসার নিচতলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ হলে এই দুর্ঘটনা ঘটে।

Share this news