Bangla
2 days ago

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাসহ ২৩ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

Published :

Updated :

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা পাঁচটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ জুলাই দিন ধার্য করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, প্লট বরাদ্দ সংক্রান্ত ছয়টি দুর্নীতির মামলায় এদিন শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে একটি মামলায় গত ১৭ জুন গেজেট প্রকাশের নির্দেশ দেওয়া হলেও তা এখনো প্রকাশিত হয়নি। বাকি পাঁচ মামলায় ২৩ জন আসামি পলাতক রয়েছেন বলে আদালতে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ অবস্থায় পলাতক আসামিদের আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করা হলে আদালত বিজি প্রেসের মাধ্যমে তা প্রকাশের আদেশ দেন। ছয়টি মামলার পরবর্তী শুনানির দিন ২০ জুলাই ধার্য করা হয়েছে।

যাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, অন্য মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আরও কয়েকজন সরকারি কর্মকর্তা ও রাজউকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, এ বছরের জানুয়ারিতে পূর্বাচল প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট ছয়টি পৃথক মামলা দায়ের করে। মামলাগুলোর সব কটিতেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি রয়েছে।

Share this news