Published :
Updated :
রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার পলাতক আসামি, তদন্তাধীন মামলার অভিযুক্ত, সাজাপ্রাপ্ত ব্যক্তি, মাদক ব্যবসায়ী, পেশাদার ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী এবং আদালতের ওয়ারেন্টভুক্ত অপরাধীসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী।
ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্র জানায়, বিভাগের অধীন ছয়টি থানার নিয়মিত ও বিশেষ টহল দল যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
আদাবর থানা পুলিশ জানায়, ওই দিন পৃথক অভিযান চালিয়ে এলাকায় বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. সজিব হোসেন শান্ত (২১), মো. আবদুল্লা (১৯), ও মো. হৃদয় ইসলাম (১৮)।
এদিকে মোহাম্মদপুর থানা সূত্রে জানা গেছে, মাদক ও অন্যান্য অপরাধ দমনে ওই এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক কারবারিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।