Bangla
2 days ago

রাজধানীর যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

Published :

Updated :

রাজধানীর কিছু এলাকায় আজ বুধবার ( ২১ মে) দুপুর থেকে পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের অঞ্চলে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

এক বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ জানায়, দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোলাইপাড় থেকে দনিয়া-শনির আখড়া সড়কের দু’পাশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে বলে জানানো হয়।

গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। 

Share this news