Bangla
2 days ago

রাজধানীতে মারধরের শিকার অভিনেতা সিদ্দিক

Published :

Updated :

রাজধানীতে অভিনেতা সিদ্দিকুর রহমান মারধরের শিকার হয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় তার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর কাকরাইল এলাকায়। 

এ বিষয়ে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম স্থানৈয় একটি গণমাধ্যমকে জানান, দুদক কার্যালয়ের সামনে কিছু লোক সিদ্দিককে ধরে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয়। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা যাচাই করা হচ্ছে। 

মামলা থাকলে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

Share this news