Bangla
3 days ago

রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৮৬ জন

Published :

Updated :

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৮৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৩০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ৫০টি থানার আওতাধীন এলাকায় দুই পালায় মোট ৪৭১টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এর মধ্যে রাতের বেলায় ২৫৯টি এবং দিনে ২১২টি টিম কাজ করে। টহল কার্যক্রমে ছিল ২১২টি মোবাইল পেট্রোল, ২০টি ফুট পেট্রোল এবং ২৭টি হোন্ডা পেট্রোল টিম। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ৬৬টি পুলিশ চেকপোস্ট পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে এক জন ডাকাত, পাঁচ জন চোর, ১৩ জন মাদক ব্যবসায়ী, দুই জন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত আরও অনেককেই আটক করা হয়েছে।

অভিযানে ১১টি চোরাই মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। মাদকের মধ্যে জব্দ করা হয়েছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেনসিডিল এবং এক গ্রাম হেরোইন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৩৩টি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মুখপাত্র।

অন্যদিকে, ডিবি-ওয়ারী বিভাগের অভিযানে ১২৩টি চোরাই মোবাইল উদ্ধার এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল ‘কব্জি কাটা’ আনোয়ার গ্রুপের দুই সদস্য—মোহাম্মদ নিশাত (২২) এবং মোহাম্মদ রাসেল ওরফে পেস্টিং রাসেলকে (২৩) আটক করেছে বলেও জানান তিনি। 

Share this news