Bangla
4 hours ago

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

Published :

Updated :

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও ১৮ মাস বয়সী মেয়ে মিথিলা। ছেলে মাহিম স্থানীয় খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মিনারুলের ঘর থেকে একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে লেখা ছিল, "আমি নিজ হাতে সবাইকে মারলাম এই কারণে যে, আমি একা যদি মরে যাই, তাহলে আমার স্ত্রী-সন্তান কার কাছে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া তারা কিছুই পাবে না। আমি মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়া-দাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারলাম না। আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো হলো। কারো কাছে আর কিছু চাইতে হবে না।" 

মতিহার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে হত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

Share this news