Bangla
2 days ago

রাজস্ব নীতি অধ্যাদেশ বাস্তবায়নে সময় লাগবে: অর্থ মন্ত্রণালয়

Published :

Updated :

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ বাস্তবায়নের আগে রাজস্ব নীতি সংস্কার পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনার পর প্রয়োজনীয় সংশোধন এনে তা কার্যকর করা হবে।

আজ বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অধ্যাদেশ বাস্তবায়নের আগে দুটি নতুন বিভাগ গঠন, এলোকেশন অব বিজনেস নির্ধারণ এবং আয়কর, কাস্টমস ও মূল্য সংযোজন আইনসহ সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের প্রয়োজন হবে। এসব কাজ সম্পন্ন না করে অধ্যাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। ফলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখনই বিলুপ্ত হচ্ছে না।

১২ মে এই অধ্যাদেশ জারির পর ২০ মে এনবিআর কর্মকর্তাদের সঙ্গে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে দীর্ঘ বৈঠক হয়। এতে পরামর্শক কমিটি, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিরা অংশ নেন। সভায় উত্থাপিত মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অর্থ উপদেষ্টা জানান, সকল পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন এনে তবেই তা বাস্তবায়ন হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন ইতিবাচক আলোচনার পরও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ অধ্যাদেশটি বাস্তবায়নের আগে নানা প্রশাসনিক কাজ, নতুন পদ সৃষ্টি, অনুমোদন এবং সংশোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, যা সময়সাপেক্ষ।

এছাড়া, দুইটি নতুন বিভাগের জন্য পৃথক প্রশাসনিক কাঠামো গঠন ও আইন সংশোধনের কাজও দ্রুত করা সম্ভব নয়। তাই এনবিআরের কার্যক্রম আগের মতোই চালু থাকবে এবং কর্মকর্তারা বর্তমান কাঠামোয় দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অবসরপ্রাপ্ত দুজন সদস্যের মধ্যস্থতায় দিনভর আলোচনায় সমঝোতার প্রস্তাবও গ্রহণ করা হয়েছিল। তবু আন্দোলনরত কর্মকর্তারা শেষ পর্যন্ত কর্মসূচি প্রত্যাহারে সম্মত হননি।

অর্থ মন্ত্রণালয় জানায়, বিসিএস (কর) ও বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের স্বার্থ সংরক্ষণ রেখেই প্রশাসনিক কাঠামো প্রণয়ন এবং অধ্যাদেশ সংশোধনের বিষয়টি সংশ্লিষ্ট পক্ষদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

Share this news