Published :
Updated :
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন যে, সরকারের রাজস্ব সংগ্রহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একই সঙ্গে ভর্তুকিরও প্রয়োজন হয়। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, ফলে কিছু পণ্যের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। তবে, এতে বড় কোনো সমস্যা হবে না বলে তিনি মনে করেন।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই কথা বলেন।
তিনি জানান, দেশের খাদ্যনিরাপত্তা কিছুটা ঝুঁকির মধ্যে ছিল, যা পূরণ করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে ভালো ফসল উৎপাদিত হলে, বিশেষ করে ইরি ধানের বাম্পার ফলন হলে, বিদেশ থেকে চাল আমদানি করার প্রয়োজন পড়বে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্বগুলোর মধ্যে একটি হলো বিদেশ থেকে খাদ্য আমদানি করা এবং তা দেশের বিভিন্ন স্থানে সঠিকভাবে পৌঁছে দেওয়া। চালের বাজার স্থিতিশীল রাখতে এই আমদানি কার্যক্রম সহায়ক হবে।
উপদেষ্টা আরও বলেন, ওএমএস কার্যক্রমের সুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এরইমধ্যে প্রতি উপজেলায় দুই টন করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী দুই মাসের জন্য দেশের ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন।
এই সময় মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।