Bangla
3 days ago

রাজউকের গত ১৬ বছরের কার্যক্রম নিরীক্ষার নির্দেশ

Published :

Updated :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৬ বছরের আয়-ব্যয়ের হিসাব, প্লট ও ফ্ল্যাট হস্তান্তর ও বরাদ্দসহ সব কার্যক্রম নিরীক্ষার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

রোববার (১০ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তর এই নিরীক্ষা পরিচালনা করবে। এর আগে নিরীক্ষা পরিকল্পনা প্রণয়ন করে, সেই অনুযায়ী কার্যক্রম সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে। নিরীক্ষা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও সংশ্লিষ্ট বিধি-বিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হবে।

নিরীক্ষা শুরুর আগে গঠিত টিমের সদস্যদের নাম, পদবি, মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য মন্ত্রণালয়ে পাঠাতে হবে। একই সঙ্গে রাজউককে বিষয়টি অবহিত রাখা হবে। তিন মাসের মধ্যে নিরীক্ষা সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে হবে।

Share this news