Bangla
11 days ago

রাষ্ট্রীয় শোক আজ

Published :

Updated :

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

গতকাল সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই দুর্ঘটনায় পাইলটসহ ২৭ জন প্রাণ হারান এবং দেড় শতাধিক মানুষ আহত হন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের মাঠে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, র‍্যাব এবং পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন।

Share this news