Bangla
2 months ago

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা নিয়ে রুল জারি

Published :

Updated :

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধানকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

মঙ্গলবার (১১ মার্চ) এই আদেশ দেন হাইকোর্ট। সোমবার (১০ মার্চ) কবি শহীদুল্লাহ ফরায়জী রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছিলেন। 

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিষয়টি স্পষ্ট ছিল। তবে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান যুক্ত করা হয়। এ নিয়েই রিটটি দায়ের করা হয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর কথা ছিল। পরবর্তীতে সংশোধনী এনে এটি পরিবর্তন করা হয়।  

সংবিধানে স্পিকারকে রাষ্ট্রপতির শপথ পড়ানোর বিধান সংযোজন, সংবিধানের মৌলিক কাঠামোকে আঘাত করে বলে রিটকারীরা দাবি করেছেন। 

রিটে রাষ্ট্রপতির শপথ সংক্রান্ত সংবিধানের তৃতীয় তফসিল ৫৩ (ক) অনুচ্ছেদকে কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়।

Share this news