Bangla
6 months ago

রাশিয়ার সহযোগিতা চেয়ে পুতিনকে খামেনির চিঠি

Published :

Updated :

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সোমবার (২৩ জুন) মস্কো সফরে গিয়ে খামেনির লেখা চিঠি পুতিনের হাতে তুলে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

ক্রেমলিনের বরাতে জানানো হয়, মস্কোয় পৌঁছে আরাগচি পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান ও রাশিয়া ঘনিষ্ঠভাবে তাদের অবস্থান সমন্বয় করছে।

বিশ্লেষকদের মতে, ১৯৭৯ সালের বিপ্লবের পর এই প্রথমবারের মতো ইরান কোনো রাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে এমন সহযোগিতা চাইল, যা দেশটির কৌশলগত অবস্থানে এক নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Share this news