Bangla
2 days ago

রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Published :

Updated :

চার দিনের সফরে আজ মঙ্গলবার রাতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে অন্যতম হলো জাপানের পক্ষ থেকে বাংলাদেশকে এক বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা দেওয়ার সম্ভাব্য ঘোষণা।

টোকিও সফরের সময় ড. ইউনূস জাপানের পররাষ্ট্রমন্ত্রী, জাইকার প্রেসিডেন্ট এবং জেট্রোর প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি একটি ব্যবসায়িক সেমিনারে অংশগ্রহণ করবেন, যেখানে তিনি জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাবেন।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি আগামী ২৯ মে জাপানের টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই ফোরামে অংশ নেবেন। পরদিন ৩০ মে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।

Share this news