রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে ফেনীতে জলাবদ্ধতা, নদীর পানি বিপৎসীমার ওপরে
Published :
Updated :
গত ২৪ ঘণ্টায় ফেনী জেলায় সর্বোচ্চ ৪০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ। এই টানা ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানির কারণে মুহুরী ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, দুপুরের দিকে দুইটি নদীর পানি বিপজ্জনক স্তর অতিক্রম করে। উজানে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ বাঁধগুলোতে সতর্ক নজরদারি চালানো হচ্ছে।
এর ফলে শহরের ডাক্তারপাড়া, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, একাডেমি, পুরাতন রেজিস্ট্রি অফিস, শাহীন একাডেমি, পাঠানবাড়ী, নাজির রোড, মিজান রোড, সদর হাসপাতাল মোড় ও পেট্রোবাংলা এলাকাসহ অনেক জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু এলাকার সড়কগুলো পানিতে তলিয়ে গেছে এবং অনেক দোকানে পানি ঢুকে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ জানায়, অতিবৃষ্টি এবং অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। তবে বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।
ইতোমধ্যে পৌরসভার সাতটি টিম জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছে।