Bangla
19 days ago

রেলখাতে পাঁচ দফা বড় সংস্কার পরিকল্পনা ঘোষণা, নতুন ট্রেন চালুর উদ্যোগ

Published :

Updated :

রেলখাতকে লাভজনক ও টেকসই পরিবহনব্যবস্থায় পরিণত করতে পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

আজ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় পূর্বাঞ্চল রেলওয়ে দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রেলখাতে যেসব বড় সংস্কারের পরিকল্পনা করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—পুরোনো রেলপথ পুনর্গঠন, নতুন রুটে সংযোগ স্থাপন, আধুনিক যাত্রীসেবা চালু, ডিজিটাল টিকিট ব্যবস্থা চালু করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

উপদেষ্টা জানান, বর্তমানে এক টাকা আয় করতে রেলওয়ের ব্যয় হচ্ছে প্রায় আড়াই টাকা। এ অপারেটিং রেশিও কমিয়ে দুই টাকার নিচে আনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন করে রেলবহরে ২৫০টি কোচ সংযুক্ত করা হচ্ছে। এর একটি অংশ দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন কমিউটার ট্রেন চালু করা হবে। শিক্ষার্থীদের সময়মতো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।

তিনি বলেন, যাত্রীচাপ ও পর্যটনের গুরুত্ব বিবেচনায় সিলেট রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

সংবাদ প্রচারে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রেল প্রশাসনকে সাংবাদিকদের তথ্য সরবরাহে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দুঃখজনকভাবে কিছু সাংবাদিক ঠিকাদারদের হয়ে ব্ল্যাকমেইল করেন, যা অনভিপ্রেত।

রেলপথে পণ্য পরিবহনের সম্ভাবনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, যদি বন্দরগুলোর সঙ্গে রেল সংযোগ আরও দৃঢ় করা যায়, তাহলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। তিনি বলেন, আমরা চাই মানুষ রেলকে তাদের নিজস্ব বাহন হিসেবে গ্রহণ করুক—নিরাপদ, আরামদায়ক ও সময়মতো গন্তব্যে পৌঁছানোই আমাদের প্রধান লক্ষ্য। 

Share this news