Published :
Updated :
গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাদে খেলতে খেলতে গুলিতে মাথায় আঘাত পেয়ে নিহত ছয় বছর বয়সী রিয়া গোপের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান ১৫০-২০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ।
পুলিশ জানায়, রিয়ার পরিবার এ বিষয়ে কোনো অভিযোগ না করায় পুলিশ নিজ উদ্যোগে মামলাটি দায়ের করেছে।
২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জ শহরের নয়ামাটি এলাকায় নিজ বাড়ির ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়া গোপ।